
বার্মিংহাম সংবাদদাতা: ব্রিটেনের স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বার্মিংহাম এর ১৩তম গ্রাজ্যুয়েশন সিরোমনি এবং খতমে বোখারী কনফারেন্স আগামী ২১ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও জামিয়া ইসলামিয়া বার্মিংহাম এর বিশাল কনফারেন্স হলে বিকেল ২:৩০ হতে মাগরীব পর্যন্ত এই মাহফিলে প্রখ্যাত উলামায়ে কিরাম গুরুত্বপূর্ণ বয়ান করবেন।
জামিয়া ইসলামিয়া বার্মিংহাম এর প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামিক স্কলার হযরত মাওলানা রেজাউল হক দামাত বারাকাতুহুম অত্যন্ত বরকতময় এই মাহফিলে সকলের উপস্থিতি এবং দোআ আন্তরিকভাবে কামনা করেছেন।