
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের খুর্শিদ মহল ব্রিজ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে। ভক্তদের স্নান শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন ও হোসেনপুর থানা পুলিশ ৩ কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে।
ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি এ স্নানোৎসব বরণ করতে। শনিবার ভোর থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত এ উৎসবের আয়োজন করে হোসেনপুর উপজেলা পুজা উদযাপন পরিষদ।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংর্কীতনের মধ্যদিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।
জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।
সকালে স্নানঘাটে পূণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আরাফাতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সন্তোষ চন্দ্র মোদক প্রমুখ।
এ উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী, কাচারী মাঠ ও রামপুর বাজারে অষ্টমীর মেলা বসেছে।