ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

লক্ষ্মীপুরে একসঙ্গে ৭ সন্তান প্রসব

ইউকে বাংলা অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরে এক নারী ৭ সন্তানের জন্ম দিয়েছেন। জেলা প্রা. সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন নাজমা আক্তার (২১)। নাজমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী। প্রসব হওয়া ৭ সন্তানের মধ্যে ৪টি মেয়ে ৩টি ছেলে।

শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে ওই ৭ সন্তানের জন্ম হয়। হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ৯টা ২০ মিনিটে প্রসব ব্যাথা নিয়ে নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হয়। ভর্তির ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম হয়।

মা নাজমা আক্তার সুস্থ থাকলেও ৭ সন্তান সুস্থ নেই বলে জানিয়েছে চিকিৎসক। জীবিত জন্ম নেওয়া বাচ্চাগুলো ৭ সন্তান-ই কিছুক্ষণ পরে মারা যায়।

হাসপাতাল কতৃপক্ষের মতে, নিদিষ্ট সময়ের আগে (মাত্র ৫ মাসে) সন্তান প্রসব হাওয়া ৭ সন্তান সুস্থ জন্ম নেয় নি। তাদের চোখ ফোটেনি। বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ সচল নয়।

কর্মরত চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের জানিয়েছেন, নিদিষ্ট সময়ের পূর্বে ৭ সন্তানের জন্ম হয়েছে। যার ফলে বাচ্চাগুলোর চোখ ফোটেনি, বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ গুলো সচল নয়। বাচ্চা গুলো প্রসবের কিছুক্ষণ পরে মারা যায়। মৃত বাচ্চাগুলো ও মাকে তাদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ