ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: ফেনীতে সোনাগাজী পৌর এলাকায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা ও কক্সবাজারে মাদকবিরোধী বক্তব্য দেয়ায় মসজিদের ইমামকে নির্যাতনের প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার (১২ এপ্রিল) বাদ জুমুআ মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে-সিলেটের সচেতন আলেম সমাজ, ইসলামী ছাত্র মজলিস ও মাদানী
মাদানী কাফেলা বাংলাদেশ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীতে আলিয়া মাদারসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও নিষ্ঠুর ভাবে অগ্নিদগ্ধ করে হত্যার ঘটনা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানিয়েছে। এ পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেন এ বিচার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্যতম অপরাধ করার দুঃসাহস না দেখায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ