ইউকে মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

অভিমানী মেয়ে

কামরুন নাহার রুনু

অভিমানী মেয়ে –
রুক্ষ বৈশাখে বুকে বারুদের উত্তাপ নিয়ে
মৃত্যুর শহরে বিছিয়ে দিলে নিজের পুরোটা শরীর
শ্বাসের প্রতি বাঁকে বাঁকে লিখে গেলে
ভস্ম হচ্ছে, ক্রমশই ভস্ম হচ্ছে ;
জংধরা বিপরীতগামী ক্ষয়িষ্ণু মানবতা
চুম্বকধর্মী শকুনের দল বড়শি হাতে প্রতিদিন তজবি জপে
চোয়ালে লোভাতুর খোরাকের খুঁজে
যে মাধবীলতার ঘ্রাণ পৃথিবীর এ্যালবাম গোলাপী আভায়
উন্মুক্ত করার কথা ছিলো ,
আজ সে মৃত্যুর আঙুল ধরে উচ্চারণ করে
জীবন এক অনিঃশেষ অতৃপ্তি !
এভাবেই-
নিষ্পাপ নদী ও প্রকৃতি হারায় জীবন।

 

(নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে আমি লজ্জিত, আল্লাহ তাকে উত্তম স্থান প্রদান করুন, আমিন)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ