ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

আজ গণতন্ত্র ও খালেদা জিয়া এক হয়ে গেছে : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

ষ্টাফ রিপোর্টার : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গত ৩০ তারিখের নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্ট হারেনি, হেরেছে শেখ হাসিনার নেতৃত্ব। আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও খালেদা জিয়া এক হয়ে গেছে। বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি।

আজ রবিববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিউটে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন,  আমার মনে হয় খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার গণভোট দেয়া হলে শেখ হাসিনা ৫ ভাগ ভোটও পাবেন না।

তিনি বলেন, হলরুমে বসে ১০০ বছর গণঅনশন করেও এই সরকারের পতন সম্ভব না। এই অবৈধ সরকারের কাছে মুক্তি চেয়ে মুক্তি পেলে সেটা হবে খালেদা জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু।

তিনি অরো বলেন, আমি মনে করি বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি নিয়ে পাকিস্তানের সাথে যেরকম আলোচনায় বসেনি, ঠিক তেমনি বেগম জিয়া প্যারোলে মুক্তি না নিয়ে ইতিহাসে দ্বিতীয় বার নজির সৃষ্টি করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ