
ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
৬ এপ্রিল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হিসেবে আলহাজ মো. মজিবুর রহমান এবং ২০ জন যুগ্ম আহ্বায়কসহ ১০৬ জন সদস্য নিয়ে মোট ১২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।