
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: যদি চুক্তিহীন ব্রেক্সিট হয়, এবং এর ফলে যুক্তরাজ্যে কোন ধরণের সমস্যা দেখা দেয় তবে ২৪ ঘন্টার মধ্যে দেশটি ১০ হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন করতে পারবে। পুলিশের শীর্ষকর্তঅরা ডেইলি মেইলকে এই তথ্য জানিয়েছেন। ডেইলি মেইল।
প্রথম ঘন্টাতেই যুক্তরাজ্যে মোট ১ হাজার দাঙ্গা পুলিশ রাস্তায় নামতে পারবে। যা ২০১১ সালের লন্ডন দাঙ্গার চেয়ে বড় মোতায়েন। দাঙ্গা পুলিশ ছাড়াও ডগ হ্যান্ডেলার, আর্মড পুলিশ এবং তল্লাসীতে বিশেষ প্রশিক্ষণ পাওয়া পুলিশের দলকে প্রস্তুত রাখা হয়েছে।
তাদেরতে প্রয়োজনে ডাকা মাত্রই পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরিস্থিতি খারাপ হলে রানী যদি জরুরী অবস্থা জারি করতে বাধ্য হন, সেটি সামাল দিতেও প্রস্তুত রয়েছে প্রশাসন।
পুলিশের ১৫টি দলের সব রকমের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণার আগে এই দলগুলোর সদস্যরা কোন সাপ্তাহিক ছুটিও পাবেন না। বন্দর এলাকাগুলোতে থাকা পুলিশদের বিশেষ সতর্ক অবস্থায় থাকতে বলে দেওয়া হয়েছে।
প্রয়োজনে উত্তর আয়ারল্যান্ডে মোতায়েন করার জন্য ১হাজার পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুলিশ সেখানে আর্মার্ড ল্যান্ড রোভার এবং জলকামান ব্যবহার করবে। তাই এগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।
পুলিশকে উর্দ্ধতন কর্তৃপক্ষ আপাদত ছোটখাট অপরাধ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।