
কিশোরগঞ্জ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের পুত্র রাসেল আহাম্মেদ তুহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আসন্ন উপজেরা পরিষদের আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান পারভেজ।
আজ ১১ মার্চ সোমবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
সংবাদ সম্মেলনে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিমসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পারভেজ বলেন, ১০ মার্চ রাষ্ট্রপতিপুত্র রাসেল আহাম্মেদ তুহিন স্বতন্ত্র প্রার্থী সোহেল মিয়ার পক্ষে উপজেলার সিদলা ইউনিয়নসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে আনারস মার্কায় ভোট চান। যা দলের হাইকমান্ড শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি অনাস্থা জ্ঞাপনের শামিল। এতে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। যা একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের নীল নকশা বলে দাবি করা হয়।