নিজস্ব প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ক্যানসার না হওয়া সত্ত্বেও তাকে ক্যানসারের ওষুধ দিয়েছেন চিকিৎসকরা।
৩ মার্চ রবিবার দুপুরে জাপা চেয়ারম্যান এরশাদকে সঙ্গে নিয়ে ৩ দিনের সফরে রংপুরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, এরশাদের ক্যানসার হয়নি। ভুল চিকিৎসার কারণে তার লিভারে কিছুটা সমস্যা দেখা দেয়ায় তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।
তিনি বলেন, এরশাদ এখন অনেকটা সুস্থ। তিনি এখন একাই হাঁটতে পারেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হুইল চেয়ার ব্যাবহার করছেন। তিনি জাতীয় সংসদে তার দায়িত্ব পালন করছেন। আশা করা হচ্ছে এবারও সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে বক্তব্য রাখবেন।










