ইউকেবাংলা অনলাইন ডেস্ক : সিলেটের মঞ্চে মুগ্ধতা ছড়ালো ‘ভাইবে রাধারমণ’। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের চেতনায় নাট্য প্রদর্শনীতে বৃহস্পতিবার নাটকটি মঞ্চস্থ করে লিটল থিয়েটার। সাধক রাধারমণকে উপজীব্য করে রচিত নাটকের আখ্যান। রাধারমণ দত্ত মৃত্যুবরণ করেন শত বছর পূর্বে।
তানভীর নাহিদ খানের রচনা ও নির্দেশনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল রায়, দেবজ্যোতি দেবু, উত্তরা সেন পম্পা, রাজীব রাসেল, ফাহমিদা আরা মাহমুদ, কুতুব উদ্দিন, শম্পা চক্রবর্তী, অনন্যা দাশগুপ্তা, নয়ন সরকার, উত্তম কাব্য, সাজ্জাদ হাসাইন, সজীব চৌধুরী সৌমিত, মাসুম খান, তাহমিনা আহমেদ, দিপীকা মালাকার, হাবিবুর রহমান হাবিব, হারমোনিয়াম – রিমি রায়, ঢোলক- সঞ্জিত, ঢোলক সহযোগী- মলয় চক্রবর্তী।
নাট্য রচনাকালে রাধারমণ বিষয়ক গ্রন্থ, পত্রিকা, উৎসব প্রকাশনা থেকে প্রাপ্ত তথ্যের সাথে গবেষক, রাধারমণের বংশধর ও রাধারমণের জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কেশবপুরের মানুষদের সাথে আলাপচারিতার মিথস্ক্রিয়া ‘ভাইবে রাধারমণ’।
রাধারমণকে নিয়ে লৌকিক অলৌকিক বিভিন্ন গল্প প্রচলিত। একবিংশ শতাব্দীর এই সময়ে এসে অলৌকিকতা নয় বরং মানুষ রাধারমণ ভাবাটাই শ্রেয়তর মনে হয়েছে। বিয়ে, প্রেম, মৃত্যু, বিরহ, সাধনার সাথে কখনও শ্রেণী, নিম্নবর্গ, সরলতা, প্রতিবাদ, প্রবাহ মিশে যায় অদ্ভুত নির্লিপ্ততায়।
নাটক শেষে অংশগ্রহণকারী দলের হাতে উৎসব স্মারক ও পোস্টার তুলে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব কামরুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাহি উদ্দিন আহমদ সেলিম।
শুক্রবার একই মঞ্চে উৎসবের পঞ্চম দিন মঞ্চস্থ হবে নাট্যমঞ্চ সিলেটের নাটক রঙ্গমালা। বিগত ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নাট্য প্রদর্শনীতে সিলেটের ১৪ টি নাট্য সংগঠন তাদের প্রযোজনা নিয়ে অংশগ্রহণ করবে। আগামি ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন কবি নজরুল অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।