ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

আগুনে ভস্মীভূত আশুলিয়ায় শ্রমিক কলোনির ১২ কক্ষ

সাভার প্রতিনিধি : ঢাকা জেলার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি কক্ষ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

২৬ ফেব্রুয়ারি  মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া বেরণ এলাকার রূপায়ণ মাঠসংলগ্ন শাহেদ আলীর মালিকানাধীন শ্রমিক কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে জামগড়া এলাকার শাহেদ আলীর শ্রমিক কলোনির ভেতর একটি কক্ষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে স্থানীয়রা। কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই কলোনির ১২টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ সময় শ্রমিকরা কর্মস্থলে ছিলেন বিধায় বাসার সকল জিনিসপত্র পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন আহমেদ জানান, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ