
ইউকেবাংলা অনলাইন ডট কম: যুক্তরাজ্য শ্রমিকলীগ ওয়েলস শাখার সাধারন সম্পাদক কাডিফ শাহজালাল বাংলা স্কুল কমিটির ট্রেজারার এস এ খাঁন লেনিনের মাতা মিসেস জাহানারা খাঁনের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার আত্তার মাগফেরাত কামনা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর.ও সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী. ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জয়নাল উদ্দিন সিবুল. ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ. সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন. সহ সভাপতি রকিবুর রহমান সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারী এ বি রুনেল. যুক্তরাজ্য শ্রমিকলীগ ওয়েলস শাখার সভাপতি নুরুল আলম চুনু. ওয়েলস কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার ও সাধারন সম্পাদক আব্দুল মোত্তালিব. ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ জুয়েল মিয়া. জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে কাডিফের সভাপতি আলহাজ আাসাদ মিয়া সহ সভাপতি লিলু মিয়া সহ সভাপতি আলমগীর আলম. ও সাধারন সম্পাদক জহির আলী. ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ সালিক মিয়া ও সেক্রেটারী সৈয়দ ইকবাল আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। (বিজ্ঞপ্তি)