
ডেস্ক রিপোর্ট : খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগর বলেছেন, একুশ বাংলার ছাত্র জনতাকে অধিকার আদায়ের সংগ্রাম চিরদিন প্রেরণা যুগাবে। ৫২ সালের ২১ ফেব্রুয়ারি জালিমের বিরোদ্ধে রক্তদানের মধ্য দিয়েই এদেশের স্বাধীনতা সংগ্রামের মূলত: সূত্রপাত ঘটেছিলে।
আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে মহানগরী কার্যালয়ে ভাষা শহীদের স্মরণে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জুল হোসাইন মিয়াজী, মহানগরীর সহ-সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ। আলোচনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ হুমায়ূন কবীর, কাজী আরিফুর রহমান, এডভোকেট মাওলানা সানাউল্লাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি