ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

অবিলম্বে কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে : ছাত্র মজলিস

ডেস্ক রিপোর্ট  : কাশ্মীরে স্বাধীনতাকামী মুসলিমদের উপর নির্যাতন বন্ধ না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ।

তিনি বলেছেন, দীর্ঘদিন যাবত ভারতের বিভিন্ন প্রদেশে বিনা উসকানিতে মুসলিম নিধন, নির্যাতন, ধর্ষণ করছে হিন্দু সম্প্রদায়ের কট্টরপন্থী সন্ত্রাসী ও জঙ্গিরা।

আজ ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজাহানপুরস্থ মাহবুব আলী মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিসের নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুইদিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালার উদ্ভবোধনী বক্তওব্য তিনি এসব কথা বলেন।

ইলিয়াস আহমদ বলেন, ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারী ভারত বিনা অপরাধে সে দেশের মুসলমানদের ওপর ঢালাওভাবে নির্যাতন করছে। কেবলমাত্র মুসলমান হওয়ার কারণেই ভারত মুসলমানদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। আজান-নামাজ আদায়ে বাধা দেয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে মুসলমানদের খুঁজে বের করে সম্পূর্ণ অন্যায়ভাবে জুলুম, নির্যাতন করছে এবং মা-বোনদেরকে ধর্ষণ করছে। শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, কিন্তু এহেন পরিস্থিতিতেও বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো মুসলিম নির্যাতনের এ দৃশ্য দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। বিগত কয়েক দিন ধরে ভারতের কাশ্মীরসহ বিভিন্ন প্রদেশে মুসলমানদের ওপর অব্যাহতভাবে নির্যাতন, ধর্ষণ মুসলিমবিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। নির্যাতনের লোমহর্ষক এ ঘটনা কোনোভাবে মেনে নেয়া যায় না। ভারতের কাশ্মীরে ভয়াবহ মুসলিম নির্যাতনের বিরুদ্ধে মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানও জানান তিনি।

সংগঠনের সেক্রেটারী জেনারেল মনসুরুল আলম মনসুর এর পরিচালনায় রাজধানীর মাহবুব আলী ইউনিস্টিউটে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের প্রতিষ্টাকালিন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মনির হোসাইন, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মুহাম্মদ শাহীন, অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, সাবেক কেন্দীয় বায়তুলমাল সম্পাদক এইচ, এম এরশাদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি তাইফুর রহমান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি আবদুল গাফফার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাব্বীর আহমাদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ