ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

২০০০ টাকা না দেয়ায় আত্মহত্যা!

ফয়সাল আক্তার অনিক

ষ্টাফ রিপোর্টার : মাত্র ২০০০ টাকা না দেয়ায় যশোরের অভয়নগর উপজেলায় বাবার ওপর অভিযান করে ফাঁস দিয়ে একমাত্র পুত্র ফয়সাল আক্তার অনিক (২৭) আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

গতকাল সোমবার রাতে উপজেলা সরকারি পশু হাসপাতালের সামনে নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। মৃত ফয়সাল আক্তার অনিক উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন কুমকুমের একমাত্র ছেলে।

সোমবার বিকালে অনিক তার বাবার কাছে বিশেষ প্রয়োজনে ২০০০ চাইলে তিনি দিতে রাজি হন না। টাকা না পেয়ে অনিক তার নিজ ঘরে চলে যায়। রাতে খাবার খেতে না আসলে তার বাবার সন্দেহ হয়। রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অনিককে। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ