ইউকেবাংলা অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের সহধর্মীনি সাজেদা মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এদিকে সাজেদা মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (মঙ্গলবার) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘একজন রাজনীতিবিদের স্ত্রী হিসেবে স্বামীর প্রতি তার কর্তব্যবোধ ছিল অপরিসীম। অত্যন্ত ধৈর্যশীল এই নারী সুখে-দুঃখে সবসময় স্বামীকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন। তার মৃত্যুতে পরিবারে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে তা বলার অপেক্ষা রাখে না। ’
তিনি বলেন, ‘আমি সাজেদা মান্নানের এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন ও তার রূহের মাগফিরাত কামনা করছি। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুমাকে বেহেস্ত নসিব এবং পরিবারবর্গকে এই বিশাল মৃত্যুশোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন।’










