ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

২২ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের গণশুনানি

নিজস্ব প্রতিনিধি : রাজধানী ঢাকা শহরের কোথাও কোনো মিলনায়তনের অনুমতি না পেয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে আইনজীবীদের মিলনায়তনে আগামী শুক্রবার গণশুনানির করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

১৮ ফেবুয়ারি মঙ্গলবার বিকালে মতিঝিলে স্টিয়ারিং কমিটির বৈঠকের পর ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এই সিদ্ধান্তের কথা জানান।

বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, আমাদের গণশুনানি পূর্ব নির্ধারিত ছিল ২৪ তারিখ। তার বদলে এটি আগামী ২২ তারিখ শুক্রবার হবে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এই গণশুনানি সকাল ১০টায় শুরু হবে এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে। এটাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, কোথাও জায়গা পাওয়া যাচ্ছিল না। যেহেতু আমরা আইনজীবী সমিতির মিলনায়তনটি পেয়েছি ২২ তারিখ। সে জন্য গণশুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে। আর সংবিধানে লেখা আছে, জনগণ ক্ষমতার মালিক। সেদিন জনগণ জানতে পারবে একাদশ নির্বাচনে কী ঘটেছিল, তার বাস্তব অভিজ্ঞতা প্রার্থীরা তুলে ধরবেন।

-এবিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ