নিজস্ব প্রতিনিধি : নাশকতার মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা জামিনে মুক্তি পেয়েছেন।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয় বলে মহিলা কারাগারের সুপার শাহজাহান মিয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত বছরের ১৪ নভেম্বর বিএনপি অফিসের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় ১৬ নভেম্বর হাইকোর্ট এলাকা থেকে আরিফা সুলতানা রুমাকে গ্রেফতার করা হয়। পরদিন ১৭ নভেম্বর রুমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে পল্টন থানায় নাশকতার ৩টি মামলা রয়েছে। সোমবার রুমা হাইকোর্ট থেকে ওই মামলায় জামিন পান।
একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের সময় গত বছরের ১৪ নভেম্বর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের একটি পিকআপভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। সংঘর্ষে পুলিশের ৫ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হন।
ওই সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় ৩টি মামলা দায়ের করে। ৩টিতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ ৬ জনকে হুকুমের আসামি করা হয়।











