ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিনিধি : জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ এখন সবকিছু গায়ের জোরে করছেন, যখন পরিস্থিতি বদলে যাবে, তখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে নির্বাচনী ট্রাইব্যুনালে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের করা মামলায় আ’লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে।

১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নে আবু বকর সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, একাদশ সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে জাতীয় ঐক্যফ্রন্টের ৭৬ জন প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলা করাতেও সরকারের ভয়। কারণ উদাহরণ আছে, ৫ বছর পরেও ভোট ডাকাতি-জালিয়াতির মামলার রায় হতে পারে, যিনি ওই নির্বাচনে জিতেছিলেন তার প্রার্থিতা আজীবনের জন্য বাতিল হয়ে যাওয়া উচিত। আর মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। পাশার চাল উল্টে যাবে-তখন এ মামলায় এমন রায় হবে তাতে রাজনৈতিকভাবে আপনারা আজীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন। আপনাদেরকে মানুষ ঘৃণা করে। ভোট ডাকাতি করে নির্বাচনে জেতার কলঙ্ক কোনোদিন মুছা যাবে না।

তিনি বলেন, নির্বাচনে কীভাবে কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে- সেটার প্রমাণ দেয়ার জন্য ঢাকায় গণশুনানির আয়োজন করা হয়েছে। কিন্তু এ গণশুনানির জায়গা পেতেও সরকার বাধা দিচ্ছে। আমরা বলতে চাই, সরকার বাধা দিলেও গণশুনানি করব। আমরা শুধু রাজধানী ঢাকাতেই সীমাবদ্ধ থাকব না, আমরা বিভিন্ন বিভাগে যাব, গণশুনানি করব। আমরা সবসময় বলব- ওরা ভোট চোর, ভোট ডাকাত।

মান্না আরও বলেন, আমরা ভোট ডাকাতির নির্বাচনের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছি। অনেকটা সামলেও উঠেছি।  আপনাদের কোনো পদক্ষেপই আমাদের আটকাতে পারবে না। অনেকে বলছেন, পরিস্থিতি উত্তরণে এ-টু-জেড ঐক্য করার জন্য। আমি এ থিওরির বিপক্ষে নয়। আমরা এ-টু-জেড ঐক্যের চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি। তবে এ চেষ্টা করতে গিয়ে আমরা বসে থাকব না। আমরা এখন পর্যন্ত যতটুকু ঐক্যবদ্ধ হয়েছি- তার ভিত্তিতেই কর্মসূচি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।

-এবিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ