ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

এবার গাইবান্ধায় জামায়াত ৪ নেতাকর্মীর দলত্যাগ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামী থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। প্রথমে দলটির কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক পদত্যাগ করেন। এরপর পদত্যাগ করেন দিনাজপুরের এক নেতা। এবার জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনৈতিক দল আখ্যায়িত করে গাইবান্ধায় দলের ৪ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

১৭ ফেব্রুয়ারি সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সদর উপজেলার গিদারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার সদস্য মো. আলিম উদ্দিন ও ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম বাদল দল থেকে দলত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, তারা দীর্ঘদিন থেকে জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু দেশের বর্তমান অবস্থায় তারা মনে করেন জামায়াত স্বাধীনতাবিরোধী একটি দল। তারা এখনও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এমতাবস্থায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করে আজ থেকে জামায়াতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। তারা আপাতত আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বলে জানান।

উল্লেখ্য, দল বিলুপ্ত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। পদত্যাগের কারণ হিসেবে তিনি ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকাকেই সামনে এনে রাজ্জাক বলেছেন- তিনি দুই দশক ধরে দলের শীর্ষ নেতাদের বোঝাতে চেয়েছেন যে, জামায়াত যেন একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছ ক্ষমা চায়। কিন্তু স্বাধীনতার ৪ দশক পরও জামায়াত সেটি করেনি।

-এবিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ