এ, কে, মামুন : মিউনিকে মিউনিক সিউকিরিটি সম্মেলনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন জাতীয় শ্রমিক লীগের ইউরোপ কো – অর্ডিনেটর মিজান চৌধুরী মিন্টু।
এসময় প্রধানমন্ত্রী ইউরোপ এর আওয়ামী রাজনীতি ও ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে অবগত হন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকান্ড ইউরোপব্যাপী তুলে ধরার আহবান জানান।
পরে প্রধানমন্ত্রীকে বই উপহার দেন মিজান চৌধুরী মিন্টু।
ফ্রান্স সফরের জন্য ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের আমন্ত্রণও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন মিন্টু ।
এ সময় প্রধানমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট কে ধন্যবাদ এবং বাংলাদেশে আসারও জন্য আমন্ত্রণ জানান ।
উল্লেখ্য – মাস কয়েক আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আত্বজীবনী ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফসোয়া আলান্দ’ র হাতে তুলে দেন মিন্টু।










