ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপনকে করাগারে প্রেরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন

নিজস্ব প্রতিনিধি : নাশকতার ৪ মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

১৮ ফেব্রুয়ারি সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস শুনানি শেষে আসামির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের সহকারি কৌঁসুলি তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলায় আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী জিল্লুর রহমান।

জানা যায়, গত বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হয়। ওই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর রমনা থানা এলাকায় পুলিশের কাজে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। তারা লাঠিসোঁটা, লোহার রড ও ইটপাটকেল নিক্ষেপ করে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে।

পুলিশ এতে বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই ৪টি মামলা দায়ের করে। পরবর্তীতে তিনি এ ৪ মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

-এবিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ