ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

ভোটারদের সম্মানে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই

ইউকেবাংলা অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, ভোটারদের সম্মান রক্ষার্থে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।

আজ (সোমবার) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসের সামনে নির্বাচনী প্রচারণায় গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

শাফিন আশা প্রকাশ করেন,নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজধানীর মানুষ গতানুগতিক রাজনীতির ধারার পরিবর্তন চায়, সেটা আমাদের মাধ্যমেই সম্ভব।

এ সময় শাফিন আহমেদ বলেন, উন্নয়নের ঢাকার পথিকৃৎ হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিলোত্তমা ঢাকার শুরু হুসেইন মুহম্মদ এরশাদের হাত দিয়েই। আমরা এরশাদের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে চাই। পান্থপথ, বেড়িবাঁধ, রোকেয়া সরণি, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সকল উন্নয়নের সাথেই হুসেইন মুহম্মদ এরশাদের ছোঁয়া লেগে আছে। ঢাকাবাসী এখনও মনে রেখেছে হুসেইন মুহম্মদ এরশাদ এবং লাঙলের অবদান। তাই রাজধানীর উন্নয়ন ভাবতে গেলেই, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান স্মরণ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মাল্লা, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা আলহাজ্জ মহিবুল্লাহ, মোঃ গোলাম মোস্তফা, আবদুস সাত্তার, আবদুল আজিজ খান, মোঃ রফিকুল ইসলাম, জাকির হোসেন মৃধা, আনোয়ার হোসেন তোতা, সোলায়মান সামি প্রমুখ।

এরপরে বনানী ও গুলশানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ