ইউকে রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
হেডলাইন

ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগ; কী বলছে জামায়াত?

পদত্যাগকারী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামী থেকে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগে ব্যথিত ও মর্মাহত হয়েছে নিবন্ধন হারানো দলটি।

১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এসব কথা জানায়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের দল থেকে পদত্যাগের পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে শফিকুর রহমান  বলেন, ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ আমরা দীর্ঘদিন একই সঙ্গে এই সংগঠনে কাজ করেছি। তিনি জামায়াতে ইসলামীর একজন সিনিয়র পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। তার অতীতের সব অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত।

তিনি বলেন, পদত্যাগ করা যেকোনো সদস্যের স্বীকৃত অধিকার। আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করি তার সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে দল বিলুপ্ত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

-এবিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ