ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি মামলাবাজ দলে পরিণত হয়েছে : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যর্থ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এখন মামলাবাজ দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যায় আপনারা যত কমই হন না কেন সংসদে এসে কার্যকর ভূমিকা রাখুন। দয়া করে চক্রান্ত করবেন না। জনগণ এখন অনেক সচেতন। কোনও ষড়যন্ত্র সফল হবে না।

১৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মাদক ও দুর্নীতিবিরোধী সোসাইটি ও মহানগর বঙ্গবন্ধু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতি হলো মাঠের প্রতিযোগিতা। মামলা করে সফলতা অর্জন করা যায় না। সংসদে না আসলে মামলাবাজ, ব্যর্থ ও হতাশাগ্রস্ত দল হিসেবে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। হতাশাগ্রস্ত হয়ে বিএনপি মামলা করেছে।  আর এখনও চূড়ান্তভাবে অসাম্প্রদায়িক শক্তির পরাজয় হয়নি। তারা চক্রান্ত অব্যাহত রেখেছে। বিএনপি-জামায়াত পরাজিত হয়ে ঘাপটি মেরে বসে আছে। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল এই অপশক্তির চক্রান্ত রুখে দেবে।

তিনি বলেন, সরকারের ভুলত্রুটি হতেই পারে। সেই ভুলত্রুটি ধরিয়ে দেয়ার দায়িত্ব পালন করবেন ১৪ দলের নেতারা। একই সঙ্গে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে শেখ হাসিনাকে চোখের মনির মতো রক্ষা করা হবে।

-এবিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ