ইউকে রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
হেডলাইন

যেকোন প্রকারে আমেরিকার ত্রাণ ভেনেজুয়েলায় আসবে: গুয়াইদো

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার পাঠানো ত্রাণ যেকোন প্রকারে ভেনেজুয়েলায় আনা হবে বলে জানিয়েছেন দেশটির বিরোধী নেতা জুয়ান গুয়াইদো। মঙ্গলবার হাজারো সমর্থকদের উদ্দেশ্য করে এ কথা বলেন ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইদো।

গত কয়েক দিন ধরে আমেরিকার পাঠানো ত্রাণ কলম্বিয়ার কুকুতা শহরের সীমান্তে আটকে আছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব ত্রাণ প্রত্যাখ্যান করেছেন। মাদুরোর ভাষ্য, কোনভাবেই এসব ত্রাণ ভেনেজুয়েলায় ঢুকতে দেয়া হবে না। এসব ত্রাণ পাঠানোর নামে ট্রাম্প ভেনেজুয়েলায় অভ্যুন্থানের চেষ্টা করছে বলে মাদুরো উল্লেখ করেন।

জুয়ান গুয়াইদো রাজধানী কারাকাসে তাঁর সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি এসব ত্রাণ ভেনেজুয়েলায় আনা হবে।এসব ত্রাণ আনা না হলে তিন লাখের মত ভেনেজুয়েলার মানুষ মারা যাবে, এছাড়া ২০ লাখের মত মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এসময় তিনি মাদুরোকে গদি ছাড়তে হবে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত এক মাস ধরে ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ