ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

মনোনয়ন না পেয়ে নিজেরই ফাঁসি চাইলেন আ’লীগ নেত্রী নাজনীন

নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে হতাশা ও ক্ষোভ নিয়ে ময়মনসিংহ জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলম ফেসবুকে আমার ফাঁসি চাই শিরোনামে এ স্ট্যাটাস দিয়েছেন। এমন স্ট্যাটাসে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ।

উপ-নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন তিনি। পরবর্তীতে সংরক্ষিত আসনে এমপির মনোনয়নপত্র জমা দেন। এবারও ভাগ্য সুপ্রসন্ন হয়নি। আ’লীগের সংরক্ষিত আসনে মনোনীত ৪১জনের তালিকায়ও নেই তিনি।

বারবার মনোনয়ন না পাওয়ায় নাজনীন শনিবার রাত ৭টা ১১মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন আমার ফাঁসি চাই। ফাঁসির কারণ হিসাবে ভুল ও অপরাধের ৯ শর্তের বর্ণনাও দেন তিনি। নাজনীন আলমের ফেসবুকের মন্তব্য পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

আমার ফাঁসী চাই..!!

১) কেন হাই কমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!
২) এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম!
৩) এমপি/সিনিয়র কোন নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!
৫) কেন দলের নাম ভাঙ্গিয়ে একটি পয়সা রোজগারের ধান্ধা করিনি!
৬) কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নি:স্ব হতে গেলাম!
৭) কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!
৮) কেন তদ্বীর/তেলবাজি ঠিকমত করতে পারলাম না!
৯) কেন সমর্থকদের বার বার কাঁদাচ্ছি!!
—সম্ভবত: এ সবই আমার ভুল/অপরাধ.. !
এজন্য আমার শাস্তি হওয়া উচিত।।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ