ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সাদা কাক’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সামাজিক সংগঠন সাদা কাক প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর রিকাবীবাজার কাজী নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে দিনটি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালন করে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাদা কাক তার কার্যক্রমের বিবরণী বিভিন্ন মাধ্যমে তুলে ধরে।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা বিমল করের নির্দেশনায়, দিপীকা দে’র গ্রন্থনা ও উপস্থাপনায় দলীয় আবৃত্তি পরিবেশন করে পিউ, পূজা, মন্ত্র, সুচী, মিম, আদিত্য, রাফি, স্বপ্ন, হিমেল প্রমুখ।

উল্লেখ্য, মুক্তাক্ষর শিশু আবৃত্তি উৎসব-২০১৯ আগামী ১৫ ফেব্র“য়ারি শুক্রবার বিকেল ৪টায় শহীদ সুলেমান হল দরগাহ গেইট স্থানে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ভারতের কলকাতার বাচিক শিল্পী সৌমিত্র ঘোষ ও আবহ শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (ঢাকা কেন্দ্রীয় অঞ্চল) আহসান উল্লাহ তমাল, ব্রাহ্মণবাড়িয়ার সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন আবৃত্তি পরিবেশন করবেন। সেই সাথে সিলেটের আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর সিলেট, মুক্তাক্ষর বিয়ানীবাজার, মুক্তাক্ষর ছাতক, শিক্ষণ সাংস্কৃতিক একাডেমি, দ্বৈতস্বর, শ্র“তি, পাঠশালা, কথন, মাভৈ তাদের দলগত উপস্থাপন করবে। – বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ