আন্তর্জাতিক ডেস্ক : বরের বসয় ৬৭ আর কনের ২৪ বছর, অসম বয়সে প্রেম করে বিয়ে করায় পরিবার মেনে নেয়নি। এতে উভয় পরিবার ক্ষিপ্ত হয়ে হুমকিও দেয়ায় নিরাপত্তাহীনতার ভয়ে পাঞ্জাবের এ দম্পতি হাইকোর্টের শরণাপন্ন হলে পরে রাজ্য পুলিশকে ওই দম্পতির নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
৬৭ বছর শামসের সিংহ থাকেন পাঞ্জাবের ধুরি মহকুমার বালিয়ান গ্রামে। গত জানুয়ারি মাসে ভালোবেসে ২৪ বছরের নভপ্রীত কউরকে বিয়ে করেন। এমন ঘটনা বাড়ির কেউ মেনে না নেওয়ায় পালিয়ে চণ্ডীগড়ে বিয়ে করতে গিয়েই বিপত্তি বাঁধে।
বিয়ের সময় গুরুদ্বারে থাকা লোকজনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ছড়িয়ে পড়ে। তারপরই দুই পরিবারের লোকজন নবদম্পতিকে হুমকি দিতে শুরু করেন। পরে উপায় না দেখে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন শামসের ও নভপ্রীত। প্রাণনাশের আশঙ্কা করছেন বলে তারা আদালতকে সময় তারা নিরাপত্তার আবেদন জানান। পরে আদালত সাঙরুর ও বারনালা জেলার এসএসপিদের ওই দম্পতির নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মোহিত সাদানা জানান, দুই পরিবারের লোকজনের কাছে এই বিয়েটা অস্বাভাবিক ছিল। তাই প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও শামসের ও নভপ্রীতের সিদ্ধান্ত মেনে নেননি কেউ। এমনকি নবদম্পতিকে হুমকিও দিতে শুরু করেন। তাই আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় ছিল না ওই দম্পতির। হাইকোর্টের নির্দেশ পেয়েছে সাঙরুর পুলিশ। তাই ওই দম্পতির নিরাপত্তায় কোনও কমতি রাখা হবে না বলে জানায় পুলিশ।
-এবিএস










